Gabtali Govt College, Bogra

Gabtali, Bogra

College Code: 119546    College EIIN: 119546

Message from the Principal

Photo of Principal

Principal


উচ্চ শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তৎকালীন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ গাবতলীতে একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। তারই ধারবাহিকতায় বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ ১৯৭২ সালের জুলাই মাসে গাবতলী উপজেলার প্রাণকেন্দ্রে এই কলেজ প্রতিষ্ঠা করেন। আত্মনির্ভরশীলতা ও সুশিক্ষায় অনন্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই ভালো ফলাফলের পাশাপাশি মানসম্মত ও যুগপোযোগী শিক্ষা প্রদান করে আসছে। দেশ গঠনে এ কলেজের রয়েছে ঐতিহ্যদীপ্ত অবদান। বিশ্বায়নের যুগে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিজ্ঞানসম্পন্ন মানসম্মত শিক্ষার বিকল্প নেই। সভ্যতার বন্ধুর পথকে মসৃণ করার ক্ষেত্রে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানই প্রধান নিয়ামক। সে উদ্দেশ্য বাস্তবায়নে গাবতলী সরকারি কলেজ এ অঞ্চলের গুণগত শিক্ষার প্রসার ও দক্ষ মানব সম্পদ তৈরীতে অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। গুণগত এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষিত ও দক্ষ শিক্ষকবৃন্দ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। উন্নত রাষ্ট্র গঠনের যে সোপানে আমাদের যাত্রা শুরু হয়েছে তার সফল পরিসমাপ্তিতে আজকের ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের পাঠদান যুগোপযোগীকরণের লক্ষ্যে চালু আছে লাইব্রেরি, মাল্টিমিডিয়া ক্লাস রুম ও আইসিটি ল্যাব। নিয়মিত শ্রেণিকার্যক্রমের পাশাপাশি বার্ষিক ক্রীড়ানুষ্ঠান, সাংস্কৃতিক প্রতিযোগিতা, জাতীয় দিবসসমূহ পালন ও বিভিন্ন উৎসব উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা এবং মননশীলতার বিকাশ ঘটানোর ব্যবস্থা নেয়া । এছাড়াও শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিকতা ও মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে নিরলশভাবে কাজ করে যাচ্ছে। গাবতলী সরকারি কলেজের শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে নিজেদের সর্বোচ্চ কর্তব্যটুকু পালন করবে এবং নিজ নিজ ক্ষেত্রে একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে এই আমার প্রত্যাশা।