Gabtali Govt College, Bogra

Gabtali, Bogra

College Code: 119546    College EIIN: 119546

About Us

Gabtali Govt College, Bogra

ঐতিহ্যবাহী পুন্ড্রনগর খ্যাত বগুড়া জেলার গাবতলী সরকারি কলেজ অবস্থিত। মোট 4.17 একর জমির উপর অবস্থিত কলেজটি স্থাপিত হয় 1972 সালে। কলেজটি মূলত উচ্চ মাধ্যমিক কলেজে হিসাবে প্রতিষ্ঠিত হয়। 1985 সালে ডিগ্রি কোর্স চালু হয় এবং পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভূক্তি লাভ করে। এটি গাবতলী উপজেলার একমাত্র সরকারি কলেজ। 1993 সালের 03 নভেম্বর কলেজটি সরকারিকরণ করা হয়। কলেজটির লেখাপড়ার মান অত্যন্ত ভালো।এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার কলেজের শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে। এখান থেকে প্রতি বছর মেডিক্যাল,কৃষি,ঢাকা, প্রকৌশল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক পার্যায়ে তিন বিভাগে মোট 15টি বিষয় পড়ানো হয়। ডিগ্রি পর্যায়ে বিএসএস পাস কোর্স চালু রয়েছে।কলেজের শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অনেক ভালো করছে। উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ, সৃজনশীল মেধা অম্বেষণ প্রতিযোগিতা, বিজ্ঞান সপ্তাহ, ক্রীড়া প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় ভালো ফলাফল করে কলেজের গৌরব বৃদ্ধি করেছে।কলেজে রোভার স্কাউট,গালর্স গাইড,বিএনসিসি, যুব রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন ম্বেচ্ছাসেবী সংস্থার কার্যক্রম চালু রয়েছে। কলেজে 1টি আইসিটি ল্যাব সহ বিজ্ঞানাগারে ব্যবহারিক ক্লাস করার সুযোগ রয়েছে। কলেজের লাইব্রেরিতে অসংখ্য বই রয়েছে, সেখানে মনোরম পরিবেশে শিক্ষার্থীদের পড়াশোনা করার সুযোগ রয়েছে। বতমানে কলেজে একটি ছয়তলা অথ্যাধুনিক ভবন নির্মিত হয়েছে।

তাছাড়া তিনটি আধাপাকা ভবন রয়েছে। শিক্ষক কর্মকর্তার সৃষ্ট পদের সংখ্যা-22 ও অশিক্ষক কর্মচারীদের সৃষ্ট পদের সংখ্যা 14 । বর্তমানে উপজেলা পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।